Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অনলাইনে ২০২১-২০২২ ভিজিডি চক্রের আবেদন গ্রহণ করা হচ্ছে
বিস্তারিত

সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে বসবাসরত স্থায়ী বাসিন্দাদের দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে যে, ২০২১-২০২২ ভিজিডি চক্রের উপকারভোগীদের অনলাইনে আবেদন করার সময় ৩১ অক্টোবর পর্যম্ত।শর্তাবলী:১। অতি দরিদ্র / দুস্থ / মহিলা প্রধান পরিবার / বাল্য বিবাহের ঝুকিপূর্ণ পরিবারের মধ্য হতে ২০ থেকে ৫০ বছর বয়সী শুধুমাত্র আই ডি কার্ডধারী সুস্থ যে কোন একজন নারী। ২। যে নারী সরকারের অন্য সেবা গ্রহণ করেন নি। ৩।আবেদনকারী নিজে অথবা সংরক্ষিত আসনের মহিলা মেম্বার অথবা মেম্বার অথবা চেয়ারম্যানের সাথে যোগাযোগপূর্বক ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। My Gov অ্যাপস,একসেবা, ৩৩৩ এ কল করে, তথ্যআপার মাধ্যমে এবং এই দপ্তরেরর ওয়েবসাইট থেকেও সরাসরি আবেদন করা যাবে।

ভিজিডি কার্ড এবং মাতৃত্বভাতার কার্ড দুস্থ নারীর অধিকার। অতএব এক্ষেত্রে নগদ লেনদেন না করার জন্য সম্ভাব্য উপকারভোগীদেরকে সতর্ক করা হল। কেউ এধরনের প্রস্তাব করলে ১০৬ (দুদক হেল্প লাইন), ৩৩৩ (জাতীয় তথ্য সেবা) নম্বরে উপযুক্ত প্রমাণ সাপেক্ষ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/10/2020
আর্কাইভ তারিখ
31/10/2020